Friday, April 19, 2013

মোবাইলের কিছু টিপস যা আপনার জানা দরকার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের আপনারদের জন্য নিয়ে আসলাম মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ টিপস  যা আপনার জানা একান্ত প্রয়োজন তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।

১. অনাকাংখিত SMS আসা বন্ধ করুন আপনার মোবাইলে।


আমরা অনেক সময় চাইনা যেন আমাদের মোবাইলে কিছু সময়ের জন্য SMS আসুক ।
যেমন অফিসে, বাসায়, যখন মোবাইল চার্জে রাখা হয় অথবা অন্য কারো কাছে মোবাইল থাকলে ।
এটি এক ধরনের বার্নিং ডায়াল করুন
Active:*35*0000*16#
Deactive:#35*0000*16#
২. আপনার রবি সিমে সর্বশেষ রিচার্জ জানতেঃ

ডায়াল করুন *777#
৩. গ্রামীনফোনে মোট কত টাকা ব্যাবহার করলেন তা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।।

*৫৭৭*১৫# (মুলত ১ মাস আগেরটা দেখায়)
এই মাসের ব্যাবহারের পরিমাণ দেখতেঃ *৫৭৭*১৬#
আজকের দিনে ব্যবহারের পরিমান দেখতেঃ *৫৭৭*১৭#
৪. ফ্রি ইন্টারনেট কনফিগারেশন সকল সিমের জন্যঃ

১। Banglalink : লিখুন All
এবং সেন্ড করুন 3343 (ফ্রী)
২। গ্রামীনফোন : মেসেজ অপশনে গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080
এ। অথবা ডায়াল করুন *111*6*2# (ফ্রী )
৩। টেলিটক : set লিখে মেসেজ পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)
৪। রবি : কল করুন *140*7# (charge
প্রযোজ্য)
৫। Airtel : ডায়াল করুন*121*7*3# (ফ্রী)
বিঃ দ্রঃ বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234.
৫. আপনি মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১। জিপি: - টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে
২। রবি: - *১৪০*১৪#
(চার্জ ২.৫০টাকা)
৩। বাংলালিংক: - *১২৫#
৪। এয়ারটেল: - *১২১*১*১*১#
5। টেলিটক: - টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮)
(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)
ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

Continue Reading »

Wednesday, April 10, 2013

ব্লাড গ্রুপ








►“O+” এই ব্লাড গ্রুপের
মানুষেরা স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন,
গভীর মনোযোগী, উচ্চাকাঙ্খী,
স্বাস্থ্যবান, বাকপটু,
বাস্তববাদী, রোমান্টিক এবং অত্যান্ত বুদ্ধিমান
হয়ে থাকে।

►“O-” এই গ্রুপের
মানুষেরা সাধারণত অন্যের
মতামতকে গ্রাহ্য করে না।
সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী,
বড়লোকের সঙ্গপ্রিয়
এবং বড়বেশি বাচাল।

►“A+” এই ব্লাডগ্রুপের
মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ
চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের
হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক,
সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক,
বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার
পরিচ্ছন্ন।

►“A-”এই ব্লাড গ্রুপের
মানুষেরা খুব খুঁতখুঁতে স্বভাবের
এবং কিছুটা অমনোযোগী। কিন্তু
অপ্রয়োজনীয়
বিষয়ে বেশি মনোযোগী। এদের
অন্যের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বেশি। এদের
আছে নিজেকে লুকানোর অভ্যাস
এবং একঘেয়েমি জীবন।

►“B+” এই ব্লাড গ্রুপের
মানুষেরা স্বাধীনচেতা,
মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান,সরল, দক্ষ,
পরিকল্পনাবাদী,
বাস্তববাদী,আবেগ প্রবণ এবং খুব
বেশি রোমান্টিক
হয়ে থাকে।

►“B-” এই ব্লাড গ্রুপের
মানুষেরা অসংযমী,
অপরিনামদর্শী, দায়িত্বহীন,
অলস, স্বার্থপর, অগোছালো,
অবিবেচক
এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।

►“AB+” এই ব্লাড গ্রুপের
মানুষেরা সাধারণত সুবিবেচক,
বু্দ্ধি সম্পন্ন, হিসেবী,
পরিকল্পনাবাদী, সৎ
কৌশলী সংবেদনশীল, নিরেট
এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।

►“AB-” এই ব্লাড গ্রুপের
মানুষেরা দুর্বোধ্য, ক্ষমতাহীন,
অন্যকে আঘাত করার
প্রবণতা বেশি,
এনার্জি স্বল্পতা, খুব
বেশি রক্ষনশীল ও বড় বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

Continue Reading »

Tuesday, April 2, 2013

আনলিমিটেড ফ্রি এস.এম.এস যেকোন মোবাইলে !!!!!!



আমি আজ কিভাবে ফ্রি এস.এম.এস পাঠানো যায় টা বলবো ।কিছু কিছু সাইট রয়েছে যাদের মাধ্যমে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এস.এম.এস পাঠানো যায়।আজ আপনাদের সাথে এমনই একটি সাইট শেয়ার করতে যাচ্ছি। বাংলালিংক,গ্রামীণফোন,এয়ারটেল এবং রবি সিমে এস.এম.এস পাঠানো যায় ফ্রি তে । তেমনি একটি সাইট হচ্ছে……………….
web 2 mobile:
mobile 2 mobile:

Continue Reading »

Bid