Saturday, December 29, 2012

‘টাস্ক ম্যানেজার’ ছাড়া ডস কমান্ড দিয়ে ফাইল বন্ধ করুন


আমাদের প্রায়ই কম্পিউটারের ভাইরাসের মুখোমুখি হতে হয়। অনেক সময় দেখা যায় ভাইরাসের  কারণে ‘টাস্ক ম্যানেজার’ ডিজেবল হয়ে যায়।আজ আপনাদের কিছু ডস কমান্ড দিবো যা দিয়ে আপনি ‘টাস্ক ম্যানেজার’ ছাড়া যে কোন running file বন্ধ করতে পারবেন।
নিচের পদ্ধতি অনুসরণ করুন:-
প্রথমে  cmd.exe চালু করুন।
tasklist লিখে Enter চাপুন।
আপনার কম্পিউটারে যে সব ফাইল চালু আছে।
এখন আমরা cmd  ফাইল টি বন্ধ করবে।
tskill cmd লিখে Enter চাপুন।
cmd ফাইল টি বন্ধ হয়ে যাবে।
আপনাদের সবার কাছে টিউনটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জনাবেন।
ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment

Bid